বাংলা সিনেমার জনপ্রিয় অভিনেতা জামিরুল ইসলাম শাখা।

বাংলা সিনেমার জনপ্রিয় অভিনেতার মানবেতর জীবন

Uncategorized ফটোগ্রাফি বাংলাদেশ

টাকার অভাবে না খেয়ে, বিনা চিকিৎসায় মানবেতর দিন কাটছে বাংলা সিনেমার জনপ্রিয় অভিনেতা জামিরুল ইসলাম শাখার। 

পর্দায় তিনি ছিলেন কখনো বাবা, কখনো জজ সাহেব, কখনো কুলি, কখনো শিক্ষক, কিংবা একজন সাদাসিদে চাকর। বলতে গেলে এমন কোনো চরিত্র নেই যা তিনি করেননি। ৪৫ বছরের দীর্ঘ অভিনয় ক্যারিয়ারে ছয় শতাধিক সিনেমায় অভিনয় করেছেন জামিরুল ইসলাম শাখা। সবার কাছে পরিচিত শাখা নামেই। আজ তিনি ঢাকায় নয়, দোহার নবাবগঞ্জের একটি ছোট্ট গ্রামে কষ্টের জীবন পার করছেন। 

কেন ঢাকায় থাকেন না? এমন প্রশ্নে দীর্ঘশ্বাস ফেলে জামিরুল ইসলাম শাখা বলেন, আমি গত বিশ বছর ধরে গ্রামেই থাকি। পরিবার নিয়ে ঢাকায় থাকার সামর্থ নেই। বাসা ভাড়া দিয়ে পরিবার নিয়ে ঢাকায় থাকা আমার পক্ষে সম্ভব নয়।

প্রতিমাসে পান সরকারি অনুদানের ৮ হাজার টাকা আর তার মেয়ে দেন আরো তিন হাজার টাকা। মোট ১১ হাজার টাকায় চলে তাদের সংসার। এই অল্প টাকায় খরচ মেটাতে গিয়ে হিমশিম খেতে হয় প্রতিনিহত। 

কাঁদতে কাঁদতে তিনি বলেন, আমি হার্টের রোগী। কিডনি জটিলতাও আছে। তবুও টাকার অভাবে চিকিৎসা করাতে পারছি না। বিনা চিকিৎসায় কষ্ট পাচ্ছি আমি। জীবনে বড় ভুল ছিল হয়ত অভিনয় করা। এখন একমাত্র ভরসা আল্লাহ। 

স্ত্রীকে নিয়ে গ্রামের এক ছোট্ট ঘরে চলছে তার মানবেতর জীবন। 

তিনি বলেন, ভালো বাজারও করতে পারি না। ওষুধও ঠিকমতো কিনতে পারি না। ঈদে স্ত্রীকে নতুন কাপড় পর্যন্ত দিতে পারি না। ছয় শতাধিক সিনেমা করেও জনপ্রিয় এ অভিনেতাকে মানবেতর জীবন যাপন করতে হচ্ছে। টাকার অভাবে মিলছে না প্রয়োজনীয় চিকিৎসাও। 

জনপ্রিয় এ অভিনেতা এক সময় আমাদেরকে হাসিয়েছেন, কাঁদিয়েছেন। আজ তিনি নিজেই কাঁদছেন চিকিৎসার অভাবে।  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *