দীঘিনালা উপজেলার দুর্গম এলাকায় অসহায় গরিব দুঃস্থ পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন দীঘিনালা জোন সেনাবাহিনী।
মঙ্গলবার (৯ ডিসেম্বর) উপজেলার দুর্গম চিনালছড়া, বাঁশডালা, বাগান কুমার কার্বারী পাড়া এলাকায় দীঘিনালা জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. ওমর ফারুক পিএসসি’র নির্দেশনায় ক্যাপ্টেন আবু রায়হানের নেতৃত্বে সেনাবাহিনীর একটি চৌকস দল এসব শীতবস্ত্র বিতরণ করেন।
শীতবস্ত্র হাতে পেয়ে মিলাপুতি চাকমা (৬০) জানান, “শীতে খুব কষ্ট হচ্ছে, সেনাবাহিনীর কম্বল পেয়ে খুব ভালো লাগছে।”
এ বিষয়ে দীঘিনালা জোনের ক্যাপ্টেন আবু রায়হান জানান, উপজেলার প্রত্যন্ত দুর্গম এলাকার লোকজন অত্যন্ত গরিব ও দুঃস্থ। আর্থিক অনটনের কারণে তারা শীতবস্ত্র ক্রয় করতে পারে না। সেনাবাহিনী এসব গরিব, দুঃস্থ ও অসহায় পরিবার বাছাই করে এলাকায় গিয়ে শীতবস্ত্র বিতরণ করে থাকে এবং এ ধারাবাহিকতা অব্যাহত থাকবে।
